নিউক্লিয়াসের বিভাজন কে কি বলা হয়?

A ফিশন

B মেসন

C ফিউশন

D ফিউশন ও মেসন

Solution

Correct Answer: Option A

- যে নিউক্লীয় বিক্রিয়ায় একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় তাকে ফিশন বিক্রিয়া বলে ।

- অন্যদিকে দুটি নিউক্লিয়াসের সংযোগে একটি নিউক্লিয়াস তৈরি হওয়াকে ফিউশন বিক্রিয়া বলে । মেসন হলো মৌলের ক্ষুদ্রতম কণিকা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions