মানব দেহের রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষার স্তরের (First Line Of Defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?
Solution
Correct Answer: Option D
- মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের (First line of defence) অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ত্বক, অশ্রু, শ্লোষ্মা, মুখের লালা, চোখের পাতা (Cilia), পাকস্থলি এসিড ইত্যাদি ।
- অশ্রু, শ্লেষ্মা ও লালায় বিদ্যামান একপ্রকার এনজাইম হলো লাইসোজাইম ।
- আর লিষ্ফোসাইট হলো একপ্রকার শ্বেত রক্তকণিকা, যা তৃতীয় প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত ।