তাপ ইঞ্জিনের কাজ-(Heat Engine)
A যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তর
B তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
C বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর
D তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর
Solution
Correct Answer: Option B
- তাপ ইঞ্জিন (Heat Engine) -এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তরিত করা ।
- অন্যদিকে বৈদ্যুতিক মোটর বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে, হাতে হাত ঘষলে যান্ত্রিক শক্তি তাপশক্তিতে এবং দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোস্থলে তাপ প্রয়োগ করলে তাপশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হয় ।