"সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়"-- উক্তিটি কার?
A এরিষ্টটল
B জন স্টুয়ার্ট মিল
C ম্যাককরনী
D মেকিয়াভেলি
Solution
Correct Answer: Option C
- সুশাসনকে বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন ।
- সুশাসনের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককরনী (Mac Corney) । তার মতে, 'সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায় ।' (God Governance is the relationship between civil society and the state, between government and governed, the ruler and ruled) ।