'জীবন-সিন্ধু মথিয়া যে কেহ আনিবে অমৃত বারি' বাক্যটিতে কোন অলঙ্কারের রূপ প্রকাশ পেয়েছে?
A অনুপ্রাস
B যমক
C রূপক
D বক্রোক্তি
Solution
Correct Answer: Option C
উপমেয়ের সাথে উপমানের অভেদ কল্পনা করা হলে, তাকে রূপক অলংকার বলে। যেমন- 'জীবন-সিন্ধু মথিয়া যে কেহ আনিবে অমৃত বারি'। এখানে জীবন হলো উপমেয়, আর সিন্ধু হলো উপমান।