একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫: ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশী হয় তবে তবে ঐ পাত্রে পানির পরিমাণ কত?
A ৪ লিটার
B ৮ লিটার
C ২ লিটার
D ৬ লিটার
Solution
Correct Answer: Option C
ধরি ,দুধের পরিমাণ ৫x লিটার
এবং পানির পরিমাণ x লিটার
প্রশ্নমতে , ৫x-x=৮
8x=৮
অতএব x=২
অর্থাৎ পানির পরিমান ২ লিটার