'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।' - বাক্যে 'তরে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃ হয়েছে?
Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় ‘তরে’ শব্দটি একটি অনুসর্গ, যা সাধারণত ‘জন্য’ বা ‘উদ্দেশ্যে’ অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- ব্যাকরণে যখন কোনো কিছু কারো ‘জন্য’ বা কারো ‘উদ্দেশ্যে’ করা বোঝায়, তখন তাকে ‘নিমিত্ত’ অর্থ বলা হয়।
- প্রদত্ত বাক্যটিতে "তোমার তরে এনেছি মালা" মানে হলো "তোমার জন্য বা তোমার উদ্দেশ্যে মালা এনেছি"।
- যেহেতু মালাটি আনার কাজটি নির্দিষ্ট কারো জন্য বা উদ্দেশ্যে করা হয়েছে, তাই এখানে ‘তরে’ অনুসর্গটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে।