Solution
Correct Answer: Option B
- বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন' (১৮৫২)। এ নাটকের মূল বিষয় অর্জুন কর্তৃক সুভদ্রা হরণের কাহিনী। এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক।
- দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক ‘নীলদর্পণ' (১৮৬০)। এতে মেহেরপুরের কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক ‘শর্মিষ্ঠা' (১৮৫৯)।
- মুনীর চৌধুরী কর্তৃক ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক ‘কবর’ (১৯৬৬)।