একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
Solution
Correct Answer: Option C
১০% লাভে বিক্রয়মূল্য
= ৫০০=৫০০x(১০/১০০)= ৫৫০ টাকা
ক্রয়মূল্য ১০% কম হলে, ক্রয়মূল্য = ৫০০- ৫০০x(১০/১০০)
= ৪৫০ টাকা
∴ লাভ হত= (৫৫০- ৪৫০) টাকা
= ১০০ টাকা