কোন ব্যক্তি সম্পত্তির ২/৩ অংশ পুত্রকে এবং ১/৩ অংশ কন্যাকে দিলেন। কন্যা ১৫০০ টাকা কম পেলে সম্পত্তির মূল্য কত?
Solution
Correct Answer: Option C
মনে করি ,
সম্পূর্ণ সম্পত্তির মূল্য x টাকা
পুত্রকে দেয় ২x/৩ অংশ
কন্যাকে দেয় x/৩ অংশ
শর্তমতে ,
(২x/৩)-(x-৩) =১৫০০
বা, x/৩ =১৫০০ টাকা
অতএব, x =৪৫০০ টাকা