একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড় গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে পরিসীমা কত মিটার?
Solution
Correct Answer: Option B
ঘরটির প্রস্থ 2x মিটার হলে দৈর্ঘ্য হবে
=(2x× 3/2) =3x মিটার
ক্ষেত্রফল =(2x× 3x)=6x² বর্গমিটার
পরিসীমা =২(দৈর্ঘ্য+প্রস্থ)
=২(৩x+২x) মিটার
=১০x মিটার
শর্তমতে,
৬²=২১৬
বা,x²=৩৬
অতএব,x=৬
পরিসীমা (১০×৬) মিটার =৬০ মিটার