বাংলাদেশে প্রথম PTA স্বাক্ষর করে কোন দেশের সাথে?

A ভারত

B শ্রীলংকা

C ভুটান

D নেপাল

Solution

Correct Answer: Option C

-PTA মানে হচ্ছে Preferential Trade Agreement .
-বিশ্বের কোন দেশের সাথে প্রথমবারের মতো অগ্রাধিকার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ ।
-২০২০ সালের ৬ ডিসেম্বর ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ।
-এ চুক্তির মাধ্যমে ভুটান ১০০ টি বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়।
-অন্যদিকে ভুটানের ৩৪ টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে।
-দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকার আওতায় বাংলাদেশ ও ভুটান কিছু বাণিজ্য সুবিধা ভোগ করে আসছে। ।PTA'র ফলে এর আওতা আরও বাড়বে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions