ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
A ব্রাসেলস
B লুক্সেমবার্গ
C ফ্রাঙ্কফুর্ট
D স্ট্রাসবার্গ
Solution
Correct Answer: Option D
ইউরোপীয় পার্লামেন্ট ইউরোপের জনগণএর সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত সাংসদীয় ইউরোপীয় প্রতিষ্ঠান। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সাথে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণ্যঙ্কারীর ভূমিকা পালন করে। সংসদটি ৭৫১ জন সদস্য নিয়ে গঠীত।