বাংলাদেশের পানিতে প্রতি লিটারে কতটুকু আর্সেনিক অনুমোদনযোগ্য?

A ০.০১ mg

B ০.০৫ mg

C ০.১ mg

D ০.৫ mg

Solution

Correct Answer: Option B

- আর্সেনিক (Arsenic)  ধূসর আভাযুক্ত সাদা রং বিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু।
- পানিতে অনুমোদনকৃৎ পরিমাণের চেয়ে বেশি পরিমাণের আর্সেনিক থাকলে তা মানবদেহের জন্য ক্ষতিকারক ভূমিকা রাখে।ফলে নানাবিধ অসুখে মানুষ আক্রান্ত হয়।
- বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী নলকূপের পানিতে পানযোগ্য আর্সেনিকের পরিমাণ ০.০৫ মি. গ্রাম/লিটার
- তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে, ০.০১ মি. গ্রা/লিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions