Solution
Correct Answer: Option C
-বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যপদার্থ যেমন গোবর, হাঁস- মুরগীর মলমূত্র, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরী হয় তাকে বায়োগ্যাস বলে।
-গোবর,মলমূত্র, পাতা, খড়কুটো প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে এক ধরণের ব্যাকটেরিয়ার সাহায্যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে বর্ণহীন দাহ্য গ্যাস উৎপন্ন হয় । এর শতকরা ৬০-৭০ ভাগই হচ্ছে মিথেন গ্যাস । এটাই মূলত বায়োগ্যাস নামে পরিচিত।