২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট কে পেয়েছে?

A নেইমার

B লিওনেস মেসি

C সুয়ারেজ

D জেসুস

Solution

Correct Answer: Option B

২০২১ সালে অনুষ্ঠিত কোপা আমেরিকায় গোল্ডেন বুট জিতেছিলেন লিওনেল মেসি।
- তিনি কোপা আমেরিকায় ৪ টি গোল এবং ৫ টি এসিস্ট করে গোল্ডেন বুট জিতেছিলেন
- ২০২১ সালে কোপা আমেরিকার ৪৭তম আসরের আয়োজক দেশ ব্রাজিল।
- এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপা খড়া কেটেছে ।                                                       

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions