Solution
Correct Answer: Option B
- বাংলা ব্যাকরণে, যে সকল অব্যয় বা প্রত্যয় কোনো পদের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, তাদের নির্দেশক বা পদাশ্রিত নির্দেশক বলা হয়।
- ‘টা’, ‘খানা’ ও ‘জন’ এই তিনটিই নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
- ‘টা’ (যেমন: ছেলেটা), ‘খানা’ (যেমন: বইখানা) বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় এবং ‘জন’ (যেমন: লোকজন) সাধারণত মানুষকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়।
অন্যদিকে,
- ‘তম’ একটি প্রত্যয় যা সংখ্যাবাচক শব্দের শেষে যুক্ত হয়ে ক্রম বা পর্যায় বোঝায় (যেমন: দশম, শততম) অথবা বিশেষণের superlative degree (সর্বোচ্চ মাত্রা) প্রকাশ করে, কিন্তু এটি কোনো পদের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে না, তাই ‘তম’ নির্দেশক নয়।