দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা,সেগুলােকে কী বলে?
A বর্গ
B প্রবাদ
C শব্দজোড়
D শব্দ দ্বৈত
Solution
Correct Answer: Option C
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। যেমন:
‘অকুল' অর্থ- নীচ বংশ; ‘
অকুল’ অর্থ- তীরহীন।
‘অকুল’ ও ‘অকূল’ এর উচ্চারণ এক হলেও অর্থ ভিন্ন।