Solution
Correct Answer: Option B
যে স্বরধ্বনিকে ভেঙ্গে উচ্চারণ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না ,তাদের মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি ৭ টি ।যথা - অ ,আ ,ই , উ ,অ্যা ,এ ,ও । উল্লেখ্য ,ড মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনি তালিকায় নতুন 'অ্যা ' ধ্বনি প্রতিষ্ঠা করেন ।