Solution
Correct Answer: Option B
যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমনঃবাঘের ভয়ে সকলে ভীত। প্রদত্ত উদাহরণে বাঘকে ভয় পাওয়ার কথা বলা হয়েছে এবং ‘বাঘের সাথে ষষ্ঠী বিভক্তি (বাঘ+এর =বাঘের) যুক্ত হয়েছে। সুতরাং, এটি অপাদান কারকে ষষ্ঠী
বিভক্তি।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
প্রথমা বা শূন্য বা অ বিভক্তিঃ বোটা-আলগা ফল গাছে থাকে না।
দ্বিতীয়া বা কে বিভক্তিঃ বাবাকে বড্ড ভয় পাই।
ষষ্ঠী বা এর বিভক্তিঃ বাঘের ভয়ে সকলে ভীত।
সপ্তমী বা এ বিভক্তিঃ তিলে তৈল হয়।