গগণে গরজে মেঘ। 'মেঘ' কোন কারক?

A কর্মকারক

B অপাদান কারক

C করণকারক

D কর্তৃকারক

Solution

Correct Answer: Option D

ক্যের কর্তাকেই বলা হয় কর্তৃকারক। অর্থাৎ বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে। যেমন: গগণে গরজে মেঘ। এ বাক্যে ‘মেঘ’ কর্ম-কর্তৃবাচ্যের কর্তা হিসেবে ব্যবহৃত হয়েছে।

উল্লেখ্য, যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্ম-কর্তৃবাচ্য বলে। এখানে কর্মপদই প্রধান। যেমন: বাঁশি বাজে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions