কোনো ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত?

A ৯০°

B ১২০°

C ১৮০°

D ২৭০°

Solution

Correct Answer: Option C

- কোনো ত্রিভুজের বহিঃস্থ ও এর অন্তঃস্থ সন্নিহিত কোণ মিলে একটি সরলকোণ উৎপন্ন হয়। আর সরলকোণের মান ১৮০°

- উদাহরণস্বরূপ, যদি কোন ত্রিভুজের একটি অন্তঃস্থ কোণের মান ৬০ ডিগ্রি হয়, তাহলে বহিঃস্থ কোণের মান হবে ১৮০ ডিগ্রি - ৬০ ডিগ্রি = ১২০ ডিগ্রি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions