বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?

A লিসবন

B কনস্টান্টিনোপল

C প্যারিস

D ভিয়েনা

Solution

Correct Answer: Option B

বাইজেন্টাইন সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য । ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য 'রুম' নামে পরিচিত ছিল । রোমান সম্রাট প্রথম কন্সট্যান্টাইন (রাজত্বকালঃ ৩০৬-৩৩৭ খ্রি.) ছিলেন প্রথম বাইজেন্টাইন সম্রাট । তিনিই ৩৩০ খ্রিষ্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এ শহরকে কনষ্টান্টিনোপল নামে পুনগর্ঠিত করেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions