কোন গ্রহের তাপমাত্রা অনেক বেশি?
A শুক্র
B মঙ্গল
C পৃথিবী
D বুধ
Solution
Correct Answer: Option A
শুক্র সৌরজগতের উষ্ণ গ্রহ। শুক্রগ্রহে কার্বন-ডাই অক্সাইডের ঘন বায়ুমন্ডল থাকায় তা তাপ ধরে রাখে।এজন্য সূর্য থেকে দূরবর্তী হওয়া সত্ত্বেও শুক্র গ্রহের তাপমাত্রা অধিক। পক্ষান্তরে বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই।