বৈলাম গাছ কোন বনাঞ্চলে বেশি দেখা যায়? 

A শালবনে 

B চিরহরিৎ বনাঞ্চলে 

C মধুপুর বনাঞ্চলে 

D ম্যানগ্রোভ বনাঞ্চলে

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম বৈলাম।
- ২৪০ ফুটের চেয়েও বেশি উঁচু হওয়া এই গাছ চিরহরিৎ বনাঞ্চলে বেশি দেখা যায়।
- প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রায় ৩০ থেকে ৩৫ তলা ভবনের সমান হয় এই গাছ।
- বন গবেষণা ইনস্টিটিউটের দেওয়া তথ্যমতে বর্তমানে দেশে মাত্র ২৪টি বৈলাম বৃক্ষ রয়েছে।
- গাছগুলো রয়েছে বান্দরবানের রুমা উপজেলা এবং কক্সবাজারের ডুলাহাজরায়।
- চট্টগ্রামের ফটিকছড়ির হাজারিকান্দিতে বৈলাম বৃক্ষ পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions