'রক্তের ন্যায় লাল = রক্তলাল' এটি কোন সমাস?

A উপমান কর্মধারয়

B উপমিত কর্মধারয়

C মধ্যপদলোপী কর্মধারয়

D দ্বিগু

Solution

Correct Answer: Option A

যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস ।
যেমনঃ
যা কাঁচা তাই মিথ্যা =কাঁচা-মিঠা

যার সঙ্গে তুলনা করা হয় ,তা উপমান।
-কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
-এগুলোকে উপমান কর্মধারয় বলে।
-এই সমাসে পরপদ সাধারণট বিশেষণ হয় ।

যেমনঃ
কাজলের মতো কালো-কাজলকালো
রক্তের ন্যায় লাল = রক্তলাল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions