মধ্যেপ্রাচ্যের কোন দেশে সংসদ নেই?
A ইরাক
B ইরান
C সৌদি আরব
D ওমান
Solution
Correct Answer: Option C
-সৌদি রাজতন্ত্রে কখনো লিখিত সংবিধান ছিল না।
-তবে ১৯৯২ সালে তৎকালীন রাজা Basic Law of Government নামে একটি নথি প্রকাশ করেন।
-নথিটিতে সরকার কিভাবে পরিচালিত হবে এবং জনগণের অধিকার ও কর্তব্য দিক নির্দেশনা প্রদান করা হয়েছিল ।
comb