মানবদেহের লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত?
A ৭০০ : ১
B ৮০০ : ১
C ৯০০ : ১
D ১০০০ : ১
Solution
Correct Answer: Option A
প্রতি ঘনমিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা ৫০০০ - ৯০০০। লোহিত রক্তকণিকার সংখ্যায় শ্বেত রক্তকণিকার সংখ্যা অনেক কম হয়। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত ১ঃ৭০০। combined