জীবদেহের বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে বহন করে-
A ডি এন এ
B আর এন এ
C মাইটোকন্ড্রিয়া
D নিউক্লিক এসিড
Solution
Correct Answer: Option A
DNA হল - জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোমে RNA ও থাকে । তবে সাধারণত বংশানুক্রমে বংশগতির ধারক ও বাহক DNA ।যে সকল জীবে DNA থাকে না তাদের ক্ষেত্রে RNA -ই DNA এর কাজ করে । RNA ভাইরাস এর RNA ই বংশগতির ধারক । DNA কে জীনও বলা হয়.