৯ জুন ২০২২ সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন কোন বাংলাদেশী-
Solution
Correct Answer: Option B
৯ জুন ২০২২ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ (LDC), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (LLDC) এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (SIDS) জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক এ ফোরামে কাজ করবেন। পররাষ্ট্র ক্যাডারের সদস্যদের মধ্যে এই প্রথম একজন নারী কূটনীতিক জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পান। অন্যদিকে, ২৫ এপ্রিল ২০১২ প্রথম বাংলাদেশি নারী হিসেবে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নিয়োগ পান আমিরা হক। এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল করিম চৌধুরীও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।