বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার?
A ২ প্রকার
B ৩ প্রকার
C ৪ প্রকার
D ৫ প্রকার
Solution
Correct Answer: Option B
বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন প্রকার। এগুলো হলোঃ
-কর্মবাচ্যের কর্তাঃ পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে।
-ভাব বাচ্যের কর্তাঃ আমার যাওয়া হবে না।
-কর্ম-কর্তৃবাচ্যের কর্তাঃ বাঁশি বাজে।