ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে কোন দুর্গকে কেন্দ্র করে?
A ফোর্ট সেন্ট জর্জ
B লালকেল্লা
C ফোর্ট সেন্ট ডেভিড
D ফোর্ট উইলিয়াম
Solution
Correct Answer: Option D
ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে ফোর্ট উইলিয়াম দুর্গকে কেন্দ্র করে।
- ফোর্ট উইলিয়াম দুর্গটি কলকাতায় (সাবেক ক্যালকাটা) অবস্থিত এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বড় সামরিক দুর্গ ছিল।
- ১৬৯৬ সালে নির্মাণ শুরু হয় এবং পরবর্তীতে ১৭৫৮ থেকে ১৭৮১ সালের মধ্যে নতুন দুর্গ নির্মিত হয়।
- এটি ব্রিটিশ শাসনের ভৌগলিক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠার কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
- ১৭৫৭ সালের প্লাসির যুদ্ধে ব্রিটিশদের বিজয়ের পর ফোর্ট উইলিয়াম ব্রিটিশ রাজার শাসনের অঙ্গরূপ হয়ে ওঠে।