ফকির-সন্ন্যাসী আন্দোলন কত সাল পর্যন্ত স্থায়ী ছিল?
Solution
Correct Answer: Option C
ফকির-সন্ন্যাসী আন্দোলন:
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তা ফকির-সন্ন্যাসী আন্দোলন নামে পরিচিত।
- সময়কাল: ১৭৬০ থেকে ১৮০০
- বিদ্রোহের কারণ: ইংরেজরা ফকির-সন্ন্যাসীদের চলাচলে বাধা নিষেধ অরোপ করে এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে।
- ফকির বিদ্রোহের নামকরণ করেন: ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস
- ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে: ফকির-সন্ন্যাসীরা
- ফকিরদের নেতা: মজনু শাহ্ (সুফি সাধক)
- সন্ন্যাসীদের নেতা: ভবানী পাঠক