‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’ উক্তিটি কার?
A মহাত্মা গান্ধী
B জওহরলাল নেহেরু
C সুভাষচন্দ্র বসু
D সর্দার বল্লভভাই প্যাটেল
Solution
Correct Answer: Option A
- 'করেঙ্গে হয়ে মরেঙ্গে' (করব না হয় মরব) উক্তিটি করেন— মহাত্মা গান্ধী।
- ১৯৪২ সালের ৮ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের (ভারতীয় জাতীয় কংগ্রেসের অঙ্গ) প্রাক্কালে মহাত্মা গান্ধী মুম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে একটি বক্তৃতা দেন।
- বক্তৃতায় তিনি স্বাধীনতার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান এবং "করেঙ্গে ইয়া মরেঙ্গে" স্লোগানটি ব্যবহার করেন।
- এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সংকল্প প্রকাশ।
- গান্ধী এই স্লোগানের মাধ্যমে জনগণকে সংগ্রামে অবিচল থাকার বার্তা দেন।