'সূর্য' শব্দের সমার্থক শব্দ কোনটি?

A অর্ণব

B অর্ক

C প্রসূন

D প্রল্লব

Solution

Correct Answer: Option B

- 'সূর্য' শব্দের সমার্থক শব্দঃ অর্ক, আদিতজ, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর ,ভানু ,রবি, দিনেশ,কিরণমালা ,অংশুমালী, বিভাকর, বিভাবসু, মিহির ,আফতাব ,সবিতা।
- 'অর্ণব' অর্থ সমুদ্র,
- 'পল্লব' অর্থ পত্র /পাতা,
- প্রসূন অর্থ ফুল, মুকুল। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions