রাখাইন উপজাতির অধিক বাস কোন জেলায়?
A বান্দরবন জেলায়
B রাঙ্গামাটি জেলায়
C বরিশাল জেলায়
D কক্সবাজার জেলায়
Solution
Correct Answer: Option D
- রাখাইন উপজাতি মূলত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করে।
- তাদের প্রধান বসতি কক্সবাজার জেলায়।
- রাখাইনরা ১৮ শতকের শেষের দিকে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশে আসে।
- কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে তারা বসতি স্থাপন করে এবং এখানেই তাদের সংখ্যা সবচেয়ে বেশি।