নিচের কোনটি 'সুবন্ত' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Solution
Correct Answer: Option B
'ক,চ,ট,ত্,প' এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো 'গ,জ,দ,ব্' হয়।পরবর্তী স্বরধ্বনি টি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমনঃ
সুপ্ + অন্ত = সুবন্ত,
বাক্ + অর্থ = বাগর্থ,
দিক্ + অন্ত = দিগন্ত,
ণিচ্ + অন্ত = ণিজন্ত।