অন্ত্যস্বরাগম ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি?
A দিশ্ > দিশা
B বাগ্দান > বাগান
C ফাল্গুন > ফাগুন
D ধোবা > ধোপা
Solution
Correct Answer: Option A
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরুপ স্বরাগমকে বলে অন্ত্যস্বরাগম।
যেমন -
- দিশ্ > দিশা;
- পোখত্ > পোক্ত;
- বেঞ্চ > বেঞ্চি;
- সত্য > সত্যি ইত্যাদি।