'দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী'। এখানে 'দামিনী' শব্দে অর্থ হলো-

A নারীর নাম

B বিদ্যুৎ

C পথিবী

D মেঘ

Solution

Correct Answer: Option B

- "দামিনী" শব্দের অর্থ হলো বিদ্যুৎ বা বিজলি।
- এটি একটি কাব্যিক ও তৎসম শব্দ।

- প্রদত্ত বাক্য "দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী" একটি কাব্যিক লাইন, যার অর্থ হলো মেঘের গর্জনে বিদ্যুৎ চমকাচ্ছে বা কাঁপছে।
- এখানে "দামিনী" শব্দটি বিদ্যুৎ বা বিজলির চমককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে।
- এর অন্যান্য সমার্থক শব্দগুলো হলো- শম্পা, চপলা, তড়িৎ, বিজলি, ক্ষণপ্রভা, সৌদামিনী ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions