নিচের চিত্রে BC এর মান কত?

Solution
Correct Answer: Option A
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশে ভর ও দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে।
ধরি,
AC অংশের দৈর্ঘ্য, l₁
BC অংশের দৈর্ঘ্য, l₂
AC অংশের ভর, m₁
BC অংশের ভর, m₂
এখন
∴ l₁ × m₁ = l₂ × m₂
⇒ 6 × 6 = l₂ × 4
⇒ 4l₂ = 36
⇒ l₂ = 36/4
∴ l₂ = 9
∴ BC এর মান 9 মিটার