মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। এটি কোন বাক্যের উদাহরণ?
Solution
Correct Answer: Option A
যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি
মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য
বলে। যেমন: মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। প্রদত্ত
উদাহরণটিতে অসমাপিকা ক্রিয়া করলে এর মাধ্যমে
বাক্যের কর্তা গঠিত হয়েছে এবং এতে একটি সমাপিকা
ক্রিয়া ‘করে’ বিদ্যমান। সুতরাং, এটি সরল বাক্য। উল্লেখ্য,
বাক্যের শুরুতে অসমাপিকা ক্রিয়া এবং পরে সমাপিকা ক্রিয়া
থাকলে সরল বাক্য গঠিত হয়। যেমন: যত্ন করলে রত্ন
মেলে।