ভাস্কো-দা-গামা আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত কোন অন্তরীপ ঘুরে ভারতে পৌঁছেন?
Solution
Correct Answer: Option B
- ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালের ২০ শে মে আফ্রিকার দক্ষিণ উপকূলে অবস্থিত উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope) ঘুরে ভারতের কালিকট বন্দরে পৌঁছান।
- এটি ছিল সমুদ্রপথে ভারতের প্রথম ইউরোপীয় বাণিজ্যিক অভিযান।
- উত্তমাশা অন্তরীপ হলো দক্ষিণ আফ্রিকার একটি অন্তরীপ যা আটলান্টিক এবং ভারত মহাসাগরের সংযোগস্থল, যা ভাস্কো দা গামার ভারতের যাত্রাপথে অন্যতম গুরুত্বপূর্ণ নৌসন্ধানিক সোপান ছিল।
- এই অন্তরীপের মাধ্যমে যাত্রা করে তিনি ভারত মহাসাগরে প্রবেশ করেন এবং ভারতবর্ষে প্রথম ইউরোপীয় হিসেবে পৌঁছান।