Solution
Correct Answer: Option C
শামসুদ্দিন ইলিয়াস শাহ্
• প্রকৃত নাম- হাজী ইলিয়াস
• নিজ নামে খুৎবা পাঠ ও মুদ্রা জারি করেন
• নির্মাণ করেন- হাজিপুর শহর ও ফিরুজাবাদের হাম্মামখানা
• তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি পায়- বাঙালি নামে
• তাঁর উপাধি ছিল- 'শাহ্-ই-বাঙ্গালা' ও 'শাহ্-ই-বাঙালিয়ান'
• তাঁর সময় হতেই প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে
• সর্বপ্রথম- সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম