সিরাজ-উদ-দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে তার নতুন নাম কী রাখেন?

A জাহাঙ্গীরনগর

B মুর্শিদাবাদ

C আলীনগর

D ইসলামাবাদ

Solution

Correct Answer: Option C

- নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের ১০ এপ্রিল বাংলার সিংহাসনে বসেন। 
- নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালে কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অধিকার করেন।
- তিনি কলকাতা অধিকার করে এর নাম রাখেন আলীনগর
- ১৭৫৭ সালের ২৩ জুন ঐতিহাসিক পলাীর যুদ্ধ হয়।
- এতে নবাব সিরাজুদ্দোলা ইংরেজদের কাছে হেরে যায়।
- ফলে বাংলা তথা সমগ্র ভারতে ইংরেজ শাসন শুরু হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions