Solution
Correct Answer: Option A
- পাল সাম্রাজ্যের বিখ্যাত শাসক ধর্মপাল তাঁর দক্ষ প্রশাসনের জন্য বিখ্যাত ছিলেন।
- তাঁর শাসনামলে ধর্মপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন গর্গ।
- বহু উৎসে (যেমন Satt Academy, উইকিবই, Brainscape) থেকে জানা যায়, ধর্মপালের মন্ত্রিসভায় গর্গ একজন গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ ও দক্ষ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন।
- পাল সাম্রাজ্যে গর্গের বংশধররাও পরবর্তী ১০০বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।