Solution
Correct Answer: Option B
আলেকজান্ডার (Alexander III of Macedon বা Alexander the Great)
- পিতা: ম্যাসিডোনিয়ার রাজা ফিলিপস্
- জাতি: আর্য গ্রিক,
- মেসিডোনিয়ার সিংহাসনে বসেন: ৩৩৫ খ্রিস্টপূর্বে,
- যুদ্ধে অংশগ্রহণ: পুরুর সাথে 'হিদাসপিসের যুদ্ধে'
- মৃত্যু: ৩২৩ খ্রিস্টপূর্বে ব্যাবিলনে। তাঁর মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপ্রতি সেলিওকাসকে পরাজিত করে ভারতবর্ষে গ্রিক প্রাধান্যের অবসান ঘটান। প্রতিষ্ঠা হয়- মৌর্য সাম্রাজ্য।