৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ -এর সাথে কোন তথ্যটি মিল নাই-

A স্লোগান ছিলঃ জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন

B কারিগরি সহায়তা করে নাসা

C পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী 'আদমশুমারি ও গৃহগণনার" নাম পরিবর্তন করে "জনশুমারি ও গৃহগণনা" করা হয়েছে।

D নারীর তুলনায় পুরুষের সংখ্যা বেশি

Solution

Correct Answer: Option D

- ১৫-২১ জুন, ২০২২ অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা।
- এটি দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা।
- পরবর্তী জনশুমারি অনুষ্ঠিত হবে ২০৩১ সালে। এ
- এবারের জনশুমারির স্লোগান ছিল ‘জনশুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন';
- প্রতিপাদ্য ছিল ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন ।
- এবারের জনশুমারিতে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)
- ৬ষ্ঠ জনশুমারিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি পাওয়া গেল।
- পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) [পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান; প্রতিষ্ঠা- ১৯৭৪ সাল]।
-  ‘পরিসংখ্যান আইন, ২০১৩’ অনুযায়ী ‘আদমশুমারি ও গৃহগণনা’র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।

গণনার পদ্ধতিঃ
- ডিজিটাল ব্যবস্থায় ট্যাবের মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হয়, ব্যবহার করা হয় MDM নামক সফটওয়্যার (গণনা করা হয় প্রবাসীদেরকেও)। ৩৫ ধরনের তথ্যের সাথে আরও ১০টি সহায়ক তথ্যসহ মোট ৪৫ ধরনের তথ্য নেওয়া হয়, যার মধ্যে এসডিজির ১৭টি সূচকের মধ্যে ৯টি সূচক রয়েছে।
- Geographic Information System (GIS)-এর মাধ্যমে STRICT Digital Map-এ Enumeration Area প্রস্তুত ও Geocode এর সমন্বয় করা হয়।
- বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ এ Modified De Facto Method ব্যবহৃত হয়

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions