কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

A তেল

B সমুদ্রের ঢেউ

C গ্যাস

D কয়লা

Solution

Correct Answer: Option B

⇒ নবায়নযোগ্য শক্তি হলো সেই শক্তি যা বারবার ব্যবহার করা যায় এবং কখনোই শেষ হয়ে যায় না।
⇒ তেল, গ্যাস এবং কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। এগুলো একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং পুনরায় তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। তাই এগুলো অনবায়নযোগ্য।
⇒ কিন্তু ‘সমুদ্রের ঢেউ’ একটি প্রাকৃতিক প্রক্রিয়া। যতদিন পৃথিবী, চাঁদ ও সূর্য থাকবে এবং বায়ু প্রবাহ থাকবে, ততদিন সমুদ্রের ঢেউও থাকবে।
⇒ তাই সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপন্ন করা হয়, তা অফুরন্ত ও নবায়নযোগ্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions