‘মহারাজাধিরাজ' পদবি কারা গ্রহণ করেন?

A আকবর, হুমায়ুন ও জাহাঙ্গীর

B ইলিয়াস শাহ, তুঘলক ও জালালউদ্দিন

C ধর্মপাল,গোপাল

D গোচনন্দ্র ,ধর্মাদিত্য ও সমাচারদেব

Solution

Correct Answer: Option D

- পাঁচ শতকে দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও ষষ্ঠ শতকে মালবের যশোবর্মনের আক্রমণের ফলে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় কেন্দ্রীয় শাসনাভারে।
- এ সুযোগে বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে।
- তাম্র শাসন (তামার পাতে খোদাই করা রাজার বিভিন্ন ঘোষণা বা নির্দেশ) থেকে জানা যায় যে, গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচারদেব নামে তিনজন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন।
- এরা সবাই গ্রহণ করেছিলেন ‘মহারাজাধিরাজ' উপাধি।
- তাদের রাজত্বকাল ছিল ৫২৫ খ্রি. থেকে ৬০০ খ্রিষ্টাব্দের মধ্যে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions