বাংলাদেশ জাহাজ শিল্প প্রবেশ করে -

A ২০০২ সালে

B ২০০৫ সালে

C ২০০৭ সালে

D ২০০৮ সালে

Solution

Correct Answer: Option D

» বাংলাদেশ জাহাজ শিল্পে প্রবেশ করে– ২০০৮ সালে
» রপ্তানিকৃত প্রথম জাহাজ নির্মাণ করে— আনন্দ শিপইয়ার্ড (নারায়ণগঞ্জ)
» রপ্তানিকৃত প্রথম জাহাজের নাম- স্টেলা মেরিস। এর অপর নাম- বাংলাদেশ আনন্দ । রপ্তানি হয়— ডেনমার্কে।
» বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পে প্রথম বিনিয়োগ করে— জাপানের মিটস্যুই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ
» জাহাজ নির্মাণ কারখানা— ৩টি । যথা: খুলনা শিপইয়ার্ড, আনন্দ শিপইয়ার্ড (নারায়ণগঞ্জ) এবং চট্টগ্রাম শিপইয়ার্ড
» যুদ্ধজাহাজকে ডাকা হয়— পেট্রলক্র্যাফট (patrol craft)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions